পা ফুলেছে পার্থের, তোলা জলে সারলেন স্নান, দেওয়া হল অতিরিক্ত তোয়ালে

পা ফুলেছে পার্থের, তোলা জলে সারলেন স্নান, দেওয়া হল অতিরিক্ত তোয়ালে

8a53a8042bca421d4f455527d9db3117

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ সেখানে পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে৷ তিনি যে ওয়ার্ডে রয়েছেন, সেখানে দণ্ডিত ও বিচারাধীন বন্দিদের জন্য একটি কমন শৌচাগার রয়েছে৷ এদিকে পা ফোলায় সেল থেকে বেরিয়ে সেখানে যেতে পারছেন না পার্থ। পায়ের পাতায় অল্প ফোলা ভাব রয়েছে তাঁর৷ বিষয়টি চিকিৎসকদের নজরে আনা হয়েছে। রবিবার সকালেও পার্থের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা৷ কিন্তু, তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি৷ চিকিৎসকদের বক্তব্য, হাঁটাচলা কম হয়েছে বলেই পায়ে ফোলা ভাব দেখা দিয়েছে৷

আরও পড়ুন- CBI তলব এড়িয়ে SSKM-এ অনুব্রত, কেষ্ট আসার আগেই বুক উডবার্নের কেবিন

জেলের নিয়ম অনুযায়ী স্নান করার জন্য বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য একটিই শৌচালয় রয়েছে। শুক্রবার রাতে জেলে পা দেওয়ার পর থেকে সেখানে গিয়ে তাঁর স্নান করা হয়ে ওঠেনি। কারণ, তাঁর সেল থেকে বেরিয়ে একটু হেঁটে গিয়ে ওই স্নানঘরে পৌঁছতে হয়। রবিবার ঠিকমতো হাঁটাচলাই করতে পারছিলেন না পার্থ। তাই তাঁর ওয়ার্ডের সামনেই একটি বড় ড্রামে জল এনে দেওয়া হয়। সেই ড্রাম থেকে প্লাস্টিকের মগে জল তুলে কোনও রকমে স্নান সারেন প্রাক্তন মন্ত্রী। একটি অতিরিক্ত তোয়ালেও দেওয়া হয়েছে তাঁকে। এদিকে, প্রাক্তনমন্ত্রীকে যখনই ওয়ার্ডের বাইরে আনা হচ্ছে, ওই  আগে ওয়ার্ডের অন্য বন্দিদের ঘরের ভিতরে বন্ধ করে রাখা হচ্ছে।

রবিবার পার্থকে দেওয়া হয়েছিল মাখন-টোস্ট বিস্কুট। জেলের নিয়ম অনুযায়ী রবিবার আমিষ খাবারের ব্যবস্থা ছিল। তাই দুপুরে দেওয়া হয় ভাত, ডাল, তরকারি আর মাছের ঝোল৷  রাতেও ভাত দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন পার্থ৷