এদের নীতি-আদর্শ বলে কিছু নেই, কখনও সংসার করে, কখনও বিরোধিতা, নীতীশকে খোঁচা সুজনের

এদের নীতি-আদর্শ বলে কিছু নেই, কখনও সংসার করে, কখনও বিরোধিতা, নীতীশকে খোঁচা সুজনের

9f44240e1dffbf148c440861479d208a

কলকাতা: বিহারের রাজনীতিতে উলটপুরাণ৷ বিজেপি ছেড়ে তেজস্বী যাদবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নীতীশ কুমারের জেডিইউ৷ পদ্ম ছেড়ে হাতে লন্ঠন ধরছেন তিনি৷ এই পরিস্থিতিতে নীতীশকে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷  তিনি বলেন, নীতীশ কুমার কখনও বিজেপি’র পক্ষে, কখনও বিপক্ষে৷ কখনও সংসার করে, কখন বিরোধিতায় সোচ্চার৷ অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো৷ 

আরও পড়ুন- খুনের পরিকল্পনার অভিযোগ! তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, গ্রেফতার ২

সুজন আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কখনও বিজেপি’র সঙ্গে সংসার করে, কখনও বিরোধিতা করেন৷ এখন আবার হয়তো বিজেপি’র উপর খুশি হচ্ছেন৷ কটাক্ষ করে তিনি বলেন, এদের নীতি, আদর্শ, জাত-ধর্মের ঠিক নেই৷ সবটাই দু’নম্বরী৷ এরা শুধু দল বদলের খেলা খেলা৷ তাঁর কথায়, বিজেপি’র বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত৷ কারণ বিজেপি দেশকে ধ্বংসের পথে নিয়ে চলেছে৷