গেস্ট হাউজে ঢুকতেই অনুব্রতকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ বলে স্লোগান

গেস্ট হাউজে ঢুকতেই অনুব্রতকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ বলে স্লোগান

4b78d33b148c48869a3eb3a191c45389

কলকাতা: গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে নাটকীয় ভাবে আটক হওয়ার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয় ইসিএল-এর শীতলপুরের গেস্ট হাউসে৷ এখানেই অ্যারেস্ট মেমোয় স্বাক্ষর করবেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি। পরে তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। এদিকে, অনুব্রতর আসার খবর পেয়েই শীতলপুর গেস্ট হাউজের সামনে জড়ো হন বিজেপি সমর্থকরা৷ গেস্ট হাউসের বাইরে অনুব্রতর বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা৷ তাঁকে গোরু চোর বলে বিক্ষোভও দেখানো হয়৷  

আরও পড়ুন- অনুব্রতর গ্রেফতারির পরই ‘হঠাৎ’ ছুটিতে চিকিৎসক চন্দ্রনাথ

এদিন তৃণমূলকে চোরচোরটার দল বলেও স্লোগান তোলে বিজেপি সমর্থকরা৷ অনুব্রত গেস্ট হাউজে ঢোকার পর থেকেই তাঁরা ‘গরু চোর অনুব্রত মণ্ডল হায় হায়’ বলে স্লোগান-সাউটিং করতে থাকে৷ বিক্ষোভকারীদের দাবি, অনুব্রত গরু চুরি, কয়লা চুরির সঙ্গে যুক্ত৷ এক বিক্ষোভকারী বলেন, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা৷ দুর্নীতির সঙ্গে যুক্ত একের পর এক তৃণমূল নেতা যে ভাবে ধরা পড়ছে, তাতে আমরা ধিক্কার জানাতে এসেছি৷ 

এর আগে এসএসকেএম হাসপাতালে গিয়েও তাঁকে ‘চোর’ স্লোগান শুনতে হয়েছিল৷ বাপ্পা নামে ওই বিদ্রুপকারী বলেন, ‘‘সবাই চোর বলে, আমিও বলেছি৷’’ তিনি আরও বলেন, ‘‘একজন গরু চোর ধরা পড়লে যে ভাবে পঞ্চায়েত প্রধান বা গ্রামের সদস্যরা অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন, ওঁকে তেমনটাই করা উচিত৷ তাহলেই বুঝতে পারবেন উনি কতটা চোর, কী ভাবে গরু চুরি করেছেন৷ ’’