আসানসোল: বিকেল ৫ টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে তৃণমূল নেতাকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তা থেকেই গিয়েছে। তাহলে তিনি অসুস্থ হলে কী করবে সিবিআই? তার দিশাও দিয়েছেন বিচারক।
আরও পড়ুন- কোথাও বাজছে ঢাক, কোথাও বিলি নকুলদানা! অনুব্রতের আটকে গেরুয়া উল্লাস
আদালত এদিন স্পষ্ট জানিয়েছে, অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে অসুস্থ হলে কলকাতার কম্যান্ড হাসপাতালে ভর্তি করাতে হবে তাঁকে। বিচারক তিন চিকিৎসকের একটি দলও গড়ে দিয়েছেন। তাঁরা পরামর্শ দিলেই হাসপাতালে ভর্তি করানো যাবে, না হলে নয়। ওই তিন চিকিৎসকের দলে আছেন এক জন মেডিসিন, এক জন কার্ডিয়োলজিস্ট এবং এক জন নিউরোলজিস্ট। আগামী ২০ তারিখ ফের আদালতে তাঁকে হাজির করাবে সিবিআই।
সূত্রের খবর, আদালতে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে তাঁর ফিশচুলা, কিডনি, বুকে ব্যথা, সুগার, প্রেশার আছে। কাঠগড়ায় দাঁড়িয়ে বীরভূমের তৃণমূল সভাপতি বিচারককে এই অসুস্থতার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। ২০ আগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশই দিয়েছে আদালত। অন্যদিকে অনুব্রতর আইনজীবী জামিনের আবেদনও করেননি আদালতে। আসলে তিনি হয়তো ভেবেইছিলেন যে আবেদন করলে তা খারিজ হয়ে যাবে, তাই আলাদা করে সেই আবেদন করেননি।