কলকাতা: বৃহস্পতিবার সকালে চরম নাটকীয়তার মধ্যে দিয়ে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ তৃণমূলের দাপুটে নেতা গ্রেফতার হতেই উত্তাল রাজ্য রাজনীতি৷ লক্ষ্মীবারের বিকেলে সেই খবর এসে পৌঁছল প্রেসিডেন্সি জেলেও৷ সেই সময় ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের দু’নম্বর সেলের বাইরে পাইচারি করছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়৷ তখনই জানতে পারেন ‘অনুব্রত মণ্ডল গ্রেফতার’৷ এই খবর পার্থের কাছে পৌঁছে দেন কারারক্ষীরাই৷ খবর শুনেই ঘাড় ঘুরিয়ে পার্থের প্রশ্ন, ‘‘অনুব্রত কি এই জেলেই আসবে?’’
আরও পড়ুন- কোথা থেকে কোন চোরাপথে অনুব্রতর জেলায় পৌঁছত পাচারের গরু? CBI-এর হাতে ব্লু প্রিন্ট
গত ২২ জুলাই শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্তে পার্থর নাকতলার বাড়িতে নাটকীয় ভাবে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই দিন সকাল সাড়ে সাতটা পৌঁছয় ইডি-র আধিকারিকরা৷ গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে ইডি৷ ২৩ জুলাই সকালে পার্থকে বাড়ি থেকে বার করে আনেন তদন্তকারীরা। ইডি হেফাজত হয়ে আপাতত পর্থের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।
২০ দিনের মাথায় নাটকীয়ভাবে ভাবে গ্রেফতার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তাঁকে পাকড়াও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাখিবন্ধনের সকালে তাঁর বোলপুরের বাড়িতে হাজির হয় সিবিআই অফিসাররা৷ ভিতরে ঢুকেই তালা মেরে দেন তাঁরা৷ গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ ঘণ্টাখানেক পর গরুপাচার মামলায় কেষ্টকে আটক করে গাড়িতে তোলেন তাঁরা। বর্তমানে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। গভীর রাতে কলকাতায় নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে তাঁকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>