কলকাতা: গরুপাচার মামলায় নাটকীয়ভাবে গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে৷ সেখানেই ১৫ তলায় ডিউটি অফিসারের ঘরে রাখা হয়েছে কেষ্টকে। রাতে বিশ্রামের জন্য অনুব্রতকে দেওয়া হয় একটি ক্যাম্প খাট। সেখানেই শুয়েছেন তিনি। সকালে তাঁকে খেতে দেওয়া হয় চিনি ছাড়া চা ও বিস্কুট৷
আরও পড়ুন- শ্রাবণের মহাযজ্ঞ আর হল না, অনুব্রত গ্রেফতার হতেই খোলা হল ছাদের প্যান্ডেল
অনুব্রতের স্বাস্থ্যের দিকে নজর রেখে তাঁর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন সিবিআই আধিকারিকরা। তিনি নিয়মিত যে সকল ওষুধ খান, সেগুলিরও বন্দোবস্ত করা হয়েছে। ডায়াবিটিস, শ্বাসকষ্ট, উচ্চরক্তচাপ, ফিসচুলার মতো একাধিক শারীরিক সমস্যা রয়েছে অনুব্রতর৷ বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি৷ সেটা শোনার পরই আদালতের নির্দেশ, তাঁর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে৷ এর জন্য কমান্ড হাসপাতালে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশও দেওয়া হয়। ওই মেডিক্যাল বোর্ডে থাকবেন এক হৃদ্রোগ বিশেষজ্ঞ, এক শল্যচিকিৎসক ও এক জন মেডিসিন বিশেষজ্ঞ। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে যাতে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়৷ আদালতের নির্দেশ মেনেই কেষ্টর জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হচ্ছে বিশেষ মেডিক্যাল টিম।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>