কেষ্টর ভূয়সী প্রশংসা, পার্থের বেহালা থেকে ফের বিজেপিকে হুঙ্কার মমতার

কেষ্টর ভূয়সী প্রশংসা, পার্থের বেহালা থেকে ফের বিজেপিকে হুঙ্কার মমতার

কলকাতা: অবশেষে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে পার্থের বেহালা ম্যান্টনে দাঁড়িয়ে অনুব্রতর গ্রেফতারী প্রসঙ্গে একের পর এক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুব্রতর গ্রেফতারী প্রসঙ্গে প্রথমেই মুখ্যমন্ত্রী বলেন ‘আইন আইনের পথেই চলবে। তৃণমূল কখনও কোনও অন্যায়ের সঙ্গে আপোষ করে না।’ এরপরেই তিনি একের পর এক প্রশ্ন তুলে বলেন, ‘কেন কেষ্টকে গ্রেফতার করা হল? কি করেছিল কেষ্ট? যতবার নির্বাচন হয়েছে ততবার ওকে ঘরে বন্দী করে রাখা হয়। ওকে বের হতে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও কেষ্ট কিংবা ওর এলাকার অন্যান্য তৃণমূল বিধায়ক সকলে লাখের উপরে ভোট পেয়ে নির্বাচনে জিতেছেন।’ 

 এদিন অনুব্রতর ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন মমতা। তাঁর কথায়, ‘ওর জীবনে অনেক কষ্ট। ছেলেটা কত দু বছরে যে কষ্ট পেয়েছে তা শুধু আমি জানি। ওর বউ ক্যান্সারে মারা গিয়েছেন। দু’বছর ধরে কেষ্ট প্রতিদিন বীরভূম কলকাতা যাতায়াত করেছেন। এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময় যখন ওর বউ হাসপাতালে ভর্তি তখনও দলের হয়ে কাজ করেছে কেষ্ট। কিন্তু ওর কোনদিনই কোনও দাবি ছিল না। আমার কাছে কোনওদিন কিছু চায়নি। আমি অনেকবার ওকে প্রস্তাব দিয়েছিলাম রাজ্যসভায় যাওয়ার, বিধায়ক কিংবা সংসদ হওয়ার। কিন্তু ও প্রতিবারই তাতে আপত্তি জানিয়েছে। ও শুধুমাত্র দলটা করতে চেয়েছিল।’

এদিন মুখ্যমন্ত্রীকে বিজেপির বিরুদ্ধেও ফের একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি ভয় পাচ্ছে। আমার ইমেজ কিভাবে নষ্ট করা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ঝাড়খন্ড ভাঙতে দিইনি। ঝাড়খণ্ডেও সরকার ফেলার চক্রান্ত হয়েছিল। ১০ কোটি টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা চলছিল। হাতেনাতে ধরে ফেলেছি। অন্যদিকে বিহার ভেঙে গিয়েছে। আর তাতেই বিজেপি ফুঁসছে। বিজেপির দালাল নেতারা আমাদের বিপাকে ফেলার চেষ্টা করছে। এর মাঝেই এদিন মমতা মোদীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘২০২৪-এর লোকসভা নির্বাচনে আপনি জিতবেন না। পারলে জিতে দেখাবেন।’ 

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে দাঁড়িয়ে বীরভূমের কেষ্টকে নিয়ে মমতা আরও বলেন, ‘একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট আসবে। কেষ্টরা এজেন্সির ভয় পাবে না। প্রতি বার নির্বাচনের সময়ে অনুব্রতকে বন্দি করে রাখা হয়েছে। কেষ্টকে জেলে আটকে রাখলে কী হবে?’ অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদেরও এদিন একহাত নেন মমতা। নাম না করে এদিনও শুভেন্দু অধিকারীকে ‘মীরজাফর’ বলেন।

পাশাপাশি এদিন খেলা দিবস নিয়ে দলের নেতা কর্মীদের বার্তা দেন মমতা। তিনি জানান, আগামী ১৬ অগাস্ট খেলা দিবস পালিত হবে রাজ্য জুড়ে। ১৬ তারিখ থেকে আবার নতুন উদ্যোমে আন্দোলন শুরু হবে বলেও এদিন বার্তা দেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eighteen =