ববি-অভিষেক-মালাকেও গ্রেফতার করতে চায় বিজেপি, বিস্ফোরক দাবি মমতার

ববি-অভিষেক-মালাকেও গ্রেফতার করতে চায় বিজেপি, বিস্ফোরক দাবি মমতার

কলকাতা: ‘ববি-অরূপ-মালা-অভিষেক আমার দলের সব সদস্যদেরই গ্রেফতার করতে চায় বিজেপি তথা বিজেপির দালালরা।’ রাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের প্রাক স্বাধীনতার মঞ্চ থেকে এবার এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২০২৪ সালে বিজেপি লোকসভা নির্বাচনে হারতে চলেছে। সেই হাড় রুখতেই মমতা এবং তাঁর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির।

এদিন মমতা বলেন, ‘২৪-এ মোদি জিতবে না। তাই খেলা শুরু করেছে। সব ভাঙতে চাইছে। বাংলাকে দুর্বল করতে চাইছে।” এরপরই তৃণমূল নেত্রীর দাবি, ‘ওদের পরিকল্পনা কী আমি জানি। বলছে, ববিকে গ্রেপ্তার করো। অরূপকে গ্রেপ্তার করো। মালাকে গ্রেপ্তার করো। অভিষেককে গ্রেপ্তার করো। কবে করবে বলো? আমার সব কর্মীকে নিয়ে আমি জেল ভরো আন্দোলন করব।’

এম্নকিন এদিন মমতা তাঁর নিজের বাড়িতেও ইডি, সিবিআইয়ের হাজিরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘কাল যদি আমার বাড়িতে যায়, আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো?’ তাতে তৃণমূল সমর্থকরা ‘হ্যাঁ’ বলে ওঠেন। তা শুনে মমতা বলেন, ‘গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব। কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো?’ তাতেও সম্মতি জানান তৃণমূল কর্মী-সমর্থকরা। মমতা বলতে থাকেন, ‘যদি আমার কোনও সহকর্মীকে ইচ্ছা করে জেলে ধরে রেখে দেয়।’

 এই একই রেশ ধরে এদিন মমতা আরও বলেন, ‘এখন ওরা বলছে গরুর টাকা নিয়েছে। গরুর টাকা কোথা থেকে আসে? উত্তরপ্রদেশ থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? বিহার থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? আমি অনেকবার বলেছি, আমাদের বর্ডারে ঢুকতে দেব না। গরু দেখার দায়িত্ব কার? বিএসএফের। বিএসএফের মিনিস্টার কে? হোম মিনিস্টার অমিত শাহ। কয়লা কার অধীনে? কোল ইন্ডিয়ার অধীনে। যা কেন্দ্রীয় সরকারের অধীনে।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =