অবসরের ৩ বছর পরেও মেলেনি পেনশন, ঝুলন্ত দেহ উদ্ধার ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষকের

অবসরের ৩ বছর পরেও মেলেনি পেনশন, ঝুলন্ত দেহ উদ্ধার ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষকের

কলকাতা: হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বর্ধমানের মেমারিতে নিজের বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অবসরের পর তিন বছরেও তিনি পেনশন পাননি। তাই অবসাদে ভুগছিলেন। এমনই দাবি করেছে তাঁর পরিবার। তাই তাঁর রহস্যমৃত্যু নিয়ে এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা আক্রমণ করছে রাজ্য সরকারকেই।

আরও পড়ুন- দিনে ৩০ লক্ষ! অনুব্রতর আয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য CBI-এর

যার মৃত্যু হয়েছে সেই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম সুনীল কুমার দাস। ২০১৯ সালে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন তিনি। তাঁর স্ত্রী জানিয়েছেন, অবসরের পর পেনশনের জন্য অনেকবার তিনি বিকাশ ভবন গিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এমনকি নিজের প্রাক্তন স্কুলে গিয়েও কিছু সুরাহা হয়নি বলে জানান হয়েছে। পরিবারের তরফ থেকে জানান হয়েছে, শেষ কয়েক দিন ধরেই মনমরা হয়ে ছিলেন তিনি, সেইভাবে কোনও কথা বলছিলেন না। এদিন সকালে ঘরের দরজা খুলে ঢুকতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। ইতিমধ্যেই রাজনৈতিক কটাক্ষ শুরু হয়ে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।

বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, ঘুষ না দিলে এই রাজ্যে যেমন চাকরি হয় না, ঠিক তেমনই ঘুষ না দিলে কেউ পেনশনও পায় না। যারা এই ঘটনার জন্য দায়ি তাঁদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি। সঠিক তদন্তের দাবি জানান হয়েছে। অন্যদিকে, তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, বিষয়টি অত্যন্ত দুঃখের, কী হয়েছে তা বিশদভাবে জানতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =