এদিক-ওদিক ছিটকে পড়ছে মানুষ, মৃত একাধিক! ঘূর্ণিঝড় ‘ইউনিস’ দাপাচ্ছে ব্রিটেন

এদিক-ওদিক ছিটকে পড়ছে মানুষ, মৃত একাধিক! ঘূর্ণিঝড় ‘ইউনিস’ দাপাচ্ছে ব্রিটেন

লন্ডন: সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে দেখা গিয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। কিন্তু সেখানে যা হচ্ছে তা দেখে চক্ষুচড়কগাছ সকলের। ঘণ্টায় ১৯৫ কিমি বেগে প্রবল হাওয়ার দাপট ইংল্যান্ড জুড়ে। উড়ে যাচ্ছে বাড়ির ছাদ, এদিক-ওদিক ছিটকে পড়ছে মানুষ! ইতিমধ্যে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: তিনজনে একজনের মৃত্যুর আশঙ্কা! করোনার নয়া রূপ ‘নিওকোভ’ চিহ্নিত

লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ড ইত্যাদি জায়গার যে ছবি, ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে সাধারণ মানুষের করুণ অবস্থা। ঝড়ের দাপটে রাস্তায় ছিটকে পড়ছে মানুষ। ক্যাফে থেকে শুরু করে বাড়ির ছাদ উড়ে যাচ্ছে। ঝড়ের দাপটের জন্য ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবাও নেই। অন্যদিকে, গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে সব মিলিয়ে দু’লক্ষ মানুষ আটকে পড়েছেন বলেও জানা গিয়েছে।

এদিকে লিভারপুল, আয়ারল্যান্ডে মৃতের সংখ্যা বেড়েছে। কোথাও গাছ পড়ে, কোথাও আবার বিদ্যুতের খুঁটি ভেঙে গায়ে পড়ে মৃত্যু হয়েছে মানুষের। রাস্তায় যানবাহন পর্যন্ত চলাচল করতে পারছে না ঠিক মতো। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদও উড়ে গিয়েছে। আগামী কয়েক ঘণ্টা যে পরিস্থিতি আরও খারাপ হবে তার একটা আভাস ইতিমধ্যে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =