শুরু বৃষ্টি! সপ্তাহান্তে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা বঙ্গে, জারি সতর্কতা

শুরু বৃষ্টি! সপ্তাহান্তে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা বঙ্গে, জারি সতর্কতা

কলকাতা: আবারো নিম্নচাপ বাংলায়। গত সপ্তাহের পর চলতি সপ্তাহের শেষের দিকেও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার সকাল থেকেই শুরু হল প্রবল বৃষ্টিপাত। প্রসঙ্গত পুজো যতই এগিয়ে আছে ততই যেন আবহাওয়ার গতি পাল্টাচ্ছে। গত মাসেও যেখানে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল, সেখানে আগস্টের শুরু থেকেই একের পর এক নিম্নচাপে প্রবল বর্ষণ শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

 জানা যাচ্ছে ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরো একটি নিম্নচাপ। আর সেই নিম্নচাপের দোসর হল দক্ষিণ মায়ানমারের ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এই নিম্নচাপের প্রভাবে শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আর তাই আরো একবার বাংলার উপকূলবর্তী জেলা যথা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় জারি হয়েছে সতর্কতা। জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার এই দুই জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শহর কলকাতার আকাশ এদিন সকাল থেকেই মেঘলা। বেলা বাড়ার সাথেসাথে বেড়েছে বৃষ্টিও। এদিন কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ দু’এক দফা ভারী বৃষ্টিও হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য বাড়বে অস্বস্তিও, জানা যাচ্ছে এমনটাই। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং শুক্রবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =