কলকাতা: দেশের যে কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। কোনও আপত্তি নেই তাঁদের। সম্পত্তি বৃদ্ধি নিয়ে যে মামলা হয়েছে তার প্রেক্ষিতে এমনটাই জানাল সিপিএম। সম্প্রতি ১৭ জন বিরোধী নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন বাম নেতা। মহম্মদ সেলিম ও তন্ময় ভট্টাচার্য। তাঁদের পক্ষ থেকে আদালতে জানানো হল, যে কোনও তদন্তকারি সংস্থা দিয়ে তদন্তে রাজি তাঁরা। যদিও বিজেপির পক্ষ থেকে আদালতে সময় চাওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ আগস্ট।
আরও পড়ুন- ‘সব পাশ করেছে, সার্টিফিকেট আছে’, হাসপাতালে যাওয়ার পথে মেয়েকে নিয়ে মুখ খুললেন অনুব্রত
অল্প সময়ে বিপুল সম্পত্তি কী ভাবে? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগেই তৃণমূল কংগ্রেসের ১৯ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বিরোধী ১৭ নেতার নামে মামলা। বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ১৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁদের মধ্যে নাম আছে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, আব্দুল মান্নান, শীলভদ্র দত্ত, তন্ময় ভট্টাচার্য, বিশ্বজিত সিনহা, অনুপম হাজরা, জিতেন্দ্র তেওয়ারি। কী ভাবে সম্পত্তির এই শ্রীবৃদ্ধি, তা খতিয়ে দেখুক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)৷ সম্প্রতি হাইকোর্টে এমনই আর্জি জানানো হয়েছিল।
মূল অভিযোগ, এই সব নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তার সঙ্গে তাঁদের আয়ের কোনও সংগতি নেই। ২০১১ সালে ক্ষমতায় আসার পর পাঁচ বছরের মধ্যে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি ফেঁপেফুলে উঠেছে৷