CBI পাবলিকের টাকায় চলে, সুবিচার দিতে না পারলে প্রশ্ন তো তুলবই, দিলীপ

CBI পাবলিকের টাকায় চলে, সুবিচার দিতে না পারলে প্রশ্ন তো তুলবই, দিলীপ

0e0732a00b8add8baa7abfda4f19f576

কলকাতা: সিবিআইকে নিয়ে তাঁর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু, তিনি নিজের বক্তব্যে অনঢ়৷ মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতির পাল্টা প্রশ্ন, ‘নিহত দলীয় কর্মীদের পরিবারকে সুবিচার দিতে পারেনি। প্রশ্ন করব না?’ 

আরও পড়ুন- যে কোনও সংস্থা তদন্ত করুক, আপত্তি নেই! সম্পত্তি মামলায় জানাল সিপিএম

এদিন প্রাতঃভ্রমণ সেরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ সিবিআই প্রশ্নে দিলীপ বলেন, ‘আমি যখন রাজ্য সভাপতি ছিলাম, আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। আমাদের ২০০ জন কর্মীকে খুন করা হয়েছে৷ ভোটের পর ৬০ জন কর্মী খুন হয়েছেন। আমরা কোর্টেও গিয়েছিলাম৷  কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আমার প্রশ্ন, সেই মামলায় ক’জন সাজা পেয়েছে? ক’জন নিহত কর্মীর পরিবারকে আমরা সুবিচার দিতে পেরেছি? এই প্রশ্ন কি আমি করতে পারি না? তাতে যদি কারও খারাপ লাগে, লাগতেই পারে। আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করি না।’’   

তিনি আরও বলেন ‘এখানকার পুলিশ প্রশাসনের ওপরে আমাদের কোনও ভরসা নেই। তাই আমরা কোর্টে গিয়েছিলাম। কোর্ট সিবিআইকে তদন্ত করতে বলেছিল। সিবিআই যদি সেই কাজ ঠিক মতো না করে, যদি সুবিচার না পাই, আমি বলব না? কার সিবিআই দেখার দরকার নেই। সিবিআই পাবলিকের টাকায় চলছে। আমাদের দেশের সংস্থার উপর আমাদের ভরসা আছে। যখন ভরসা থাকে না তখন আমরা প্রশ্ন তুলি’।