অনুব্রতকে অবিলম্বে জামিন না দিলেই ‘গাঁজা কেস’, হুমকি চিঠি গেল বিচারকের কাছে

অনুব্রতকে অবিলম্বে জামিন না দিলেই ‘গাঁজা কেস’, হুমকি চিঠি গেল বিচারকের কাছে

কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দেওয়া না হলে গোটা পরিবারকে মাদক মামলায়  ফাঁসানো হবে৷ এই মর্মে হুমকি চিঠি পাঠানো হল আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে৷ বিচারক নিজে সেই চিঠি সম্পর্কে পশ্চিম বর্ধমানের জেলা জজের মাধ্যমে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবগত করেছেন। তাতে লেখা হয়েছে, “আমার কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে আমার গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।”

 

 

আরও পড়ুন- ‘মোদীকে টক্কর দেওয়ার লিস্টে এক নম্বরে নাম ছিল, কেটে গেছে’, মমতাকে নিশানা দিলীপের

কিছু দিন আগেই গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তাঁকে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত মণ্ডলের এই মামলা চলছে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে৷ সেই সূত্রেই ঠিক একদিন আগে এই হুমকি চিঠি পাঠানো হল বিচারককে৷ যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ আদালত সূত্রে খবর, হুমকি চিঠি পেলেও তাতে গুরুত্ব দিতে নারাজ বিচারক চক্রবর্তী। তবে বিষয়টি যেহেতু স্পর্শকাতর, তাই  ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে জানিয়ে রাখলেন।

এতদিন অনুব্রত মণ্ডল অনেককেই গাঁজা কেসে ভিতরে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিতেন। অনেকের দাবি, পুলিশকে দিয়ে সেটা করিয়েও ছাড়তেন। সেই অনুব্রতই এখন গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে। এবার তাঁর জামিনের জন্য তাঁর মতো করেই  হুমকি দিয়ে চিঠি পাঠানো হল আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে৷ প্রসঙ্গত, শুধু অনুব্রতই নন, এনামুল হক, সায়গল হোসেন থেকে বিকাশ মিশ্র এবং ইসিএলের গ্রেফতার হওয়া কর্তাদের তাঁর এজলাসেই তোলা হয়। আগের দিন বিচারক রাজেশ চক্রবর্তীই অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন৷ পরবর্তী শুনানির আগেই এল হুমকি চিঠি৷