কলকাতা: বিষয় যা হোক, রাজ্য সরকারের সমালোচনা করার জন্য সময় নষ্ট করেন না বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে তো বাংলায় বহু বিতর্ক এবং আলোচিত ঘটনা ঘটছে। নিয়োগ দুর্নীতি মামলায় এবং গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন যথাক্রমে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সন্ধান মিলছে আরও বহু কোটি টাকার সম্পত্তি। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে কার্যত মমতা স্তুতি শোনা গেল দিলীপ ঘোষের মুখে। কিন্তু কী বিষয়ে তিনি মমতা সম্পর্কে বললেন?
আরও পড়ুন- যে কোনও সংস্থা তদন্ত করুক, আপত্তি নেই! সম্পত্তি মামলায় জানাল সিপিএম
এদিন সকালে প্রাতঃভ্রমণ সেরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। সাংবাদিকদের কোনও এক প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, মহাজোটের চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা ব্যর্থ হয়েছে। এখন প্রধানমন্ত্রী মোদীকে টক্কর দিতে পারার তালিকায় নীতীশ কুমার চলে এসেছেন, ওদিকে যার কোনও সাংসদ নেই সেই কেজরিওয়ালও মোদীকে হারিয়ে প্রধানমন্ত্রী হবেন এমন গল্প চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কেউ নিচ্ছে না। কোনও আলোচনা হচ্ছে না তাঁকে নিয়ে। তাঁর কথায়, মোদীকে টক্কর দেবে কে সেই নেতার লিস্টে যার এক নম্বরে নাম ছিল, নাম কেটে গেছে।
এই বক্তব্য ছাড়াও পুজোর অনুদান নিয়ে কথা বলতে গিয়ে সরকার এবং রাজ্যের মানুষকে একহাত নিয়েছেন বিজেপি নেতা। বলেন, অনুদান পাওয়ার পর বাংলার মানুষ সব ভুলে যাবেন। পুজো উপভোগ করবেন, কারণ দুর্নীতি নিয়ে আর কেউ ভাববেন না। দিলীপের কথায়, বাঙালি নিজেদের নিয়ে ভাবে। নিজের কিছু না হলে অন্য কে কী করল, কত টাকা দুর্নীতি করল তা নিয়ে মাথা ঘামায় না। অনুদান নিয়ে, বিদ্যুতের বিলে ছাড় নিয়ে খুশি। কিন্তু এই বিলের যে ছাড় তা যে পড়ে সবার থেকেই উদ্ধার করা হবে তা কেউই বুঝতে পারছেন না। কটাক্ষ দিলীপের।