কলকাতা: ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো৷ সেই স্বীকৃতি উদযাপন করতেই আগামী ১ সেপ্টেম্বর কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে৷ সে জন্যগোটা রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে আনতে হবে কলকাতায়৷ এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাই স্কুল বন্ধ করে, পরীক্ষা না দিয়ে কলকাতায় আসবে তারা এবং মিছিলে অংশ নেবে৷ ওই দিন বেলা ১টার মধ্যে স্কুল কলেজ ও অফিস ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ভার্চুয়াল হাজিরা দিতে পারবেন পার্থ-অর্পিতা? যা জানা গেল
১ সেপ্টেম্বর কোন রুটে মিছিল হবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, ওই দিন বেলা ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে৷ মিছিল যাবে রানিরাসমণি অ্যাভেনিউ পর্যন্ত৷ এই মিছিল যাতে রঞ্জিত হয়, সেই খেয়াল রাখার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু এভাবে স্কুল বন্ধ করায় ক্ষুব্ধ শিক্ষক মহলের একাংশ৷ কারণ ২৮ অগাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা শুরু হওয়ার কথা৷ ১ সেপ্টেম্বর থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দ্বিতীয় সামেটিভ পরীক্ষার দিন ধার্য করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ কিন্তু কলকাতায় মিছিলের জেরে তা বাতিল হতে বসেছে৷
অন্যদিকে, শিক্ষা মহলের একাংশ বলছে৷ গত দু’বছর করোনার দাপটে বন্ধ ছিল স্কুলে পঠন পাঠন৷ তার উপর এবছর স্কুল খুললেও গরমের ছুটি ১১ দিন বাড়ানো হয়৷ ফের ১ সেপ্টেম্বর হাফ ছুটি দেওয়া হলে পঠন পাঠনে ব্যাঘাত ঘটবে৷ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহনদাস পণ্ডিত বলেন, সামান্য কারণেও স্কুল ছুটি দেওয়া হচ্ছে৷ যে কোনও ঘটনায় প্রধান টার্গেট হচ্ছে স্কুল৷ স্কুলগুলি যখন স্বাভাবিক ছন্দে এগোচ্ছিল তখন ফের ব্যঘাত ঘটাল সরকার৷
এদিকে, দুর্গাপুজো উপলক্ষ্যে এ বছর সরকারি কর্মীদের ৫ দিনের বদলে টানা ১০ দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে সোমবার সে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কালীপুজোতেও ছুটির ঘোষণা করা হয়েছে৷ ছুটি থাকবে ভাইফোঁটাতেও৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>