রুদ্ধদ্বার বৈঠক নয়, ‘টিভি চ্যানেলে বিতর্কে বসুন’, মোদীকে প্রস্তাব ইমরানের!

রুদ্ধদ্বার বৈঠক নয়, ‘টিভি চ্যানেলে বিতর্কে বসুন’, মোদীকে প্রস্তাব ইমরানের!

ইসলামাবাদ: বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগে স্বাধীন হয়েছিল দেশ৷ তবে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় ভারত-পাকিস্তান৷ স্বাধীনতার পর থেকেই দ্বন্দ্বে জড়িয়েছে দুই দেশ৷ কখনও সীমান্তে হামলা হয়েছে, কখনও সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে চলেছে গুলি৷ দুই দেশের মধ্যে যুদ্ধও বেঁধেছে৷ দীর্ঘ দিন ধরে চলে আসা সেই বিবাদ মেটাতে এবার ভারতকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে এখানে রয়েছে ছোট্ট একটা টুইস্ট৷ কোনও রুদ্ধদ্বার কক্ষে নয়, বরং কোনও টিভি চ্যানেলে মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন তিনি৷ 

আরও পড়ুন- ফের ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়ন গড়তে চাইছে রাশিয়া, বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের

মঙ্গলবারই দু’দিনের সফরে মস্কো গিয়েছেন ইমরান খান৷ সেখানে রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটি-তে দেওয়া একটি সাক্ষাৎকার দেন পাক প্রধানমন্ত্রী৷ সেখানে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনও টিভি চ্যানেলে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে বিতর্কসভায় অংশ নিতে আগ্রহী আমি”। উল্লেখ্য, বিগত দুই দশকে এই প্রথম রাশিয়া সফরে গেলেন পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী৷ সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর৷ 

ওই অনুষ্ঠানে ইমরান আরও বলেন, ২০১৮ সালে পাকিস্তানে ক্ষমতায় আসে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ৷ এর পরেই ভারতের সঙ্গে যোগোযোগ করেন তাঁরা এবং কাশ্মীর ইস্যু নিয়ে সমাধানসূত্র খুঁজতে আলোচনার প্রস্তাব দেওয়া হয় নয়াদিল্লিকে। কিন্তু ভারত সেই প্রস্তাবের কোনও ইতিবাচক জবাব দেয়নি৷ তাই এবার সরাসরি মোদীর মুখোমুখি হওয়ার প্রস্তাব দিলেন ইমরান খান৷