কিয়েভ: আর যুদ্ধ পরিস্থিতি নয়, যুদ্ধ কার্যত শুরু হয়ে গিয়েছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। ইতিমধ্যেই একাধিক মিসাইল হামলা করে ফেলেছে রাশিয়া। ইউক্রেনের রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে মিসাইলের টুকরো। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাশিয়ার হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের পুলিশ এমন তথ্যই দিয়েছে। এদিকে জানা গিয়েছে, পোডিলস্কে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ সেনা।
আরও পড়ুন- গ্রুপ ডি: CBI অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট
ইউক্রেনের সঙ্গে সংঘাত বাড়তে থাকার পর পরই সীমান্তের তিন দিক প্রায় ঘিরে ফেলেছিল রাশিয়ার সেনাবাহিনী। বর্তমানে প্রায় দেড় থেকে দুই লক্ষ সেনা মোতায়েন রয়েছে ইউক্রেনের সীমান্তে। যত সময় এগোচ্ছে তত বেশি সেনার সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া। যে হামলা করা হয়েছে তাতে ইতিমধ্যেই নিখোঁজ হয়ে গিয়েছে বহু মানুষ। রক্তাক্ত পরিস্থিতি প্রায় গোটা ইউক্রেনজুড়ে। জায়গায় জায়গায় সাইরেন বাজতে শুরু করেছে। কয়েক হাজার মানুষ গৃহ বন্দি হয়ে পড়েছেন। এদিকে, ইউক্রেনে এখনও আটকে রয়েছে কয়েক হাজার ভারতীয়। বেশ কয়েকজনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও অনেকেই সেখানে আটকা পড়ে। কারণ ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে, বিমান অবতরণ করতে পারছে না। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ভারত। নম্বরগুলি হল, 1800118797 (টোল ফ্রি), +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905।
রাষ্ট্রসঙ্ঘ থেকে শুরু করে বিশ্বের একাধিক দেশ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ মনোভাব থেকে সরে আসার বার্তা দিয়েছিল। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন যে, রাশিয়ার হামলায় যত মানুষের মৃত্যু হবে তার একক দায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁকেই বিশ্বের কাছে কৈফিয়ত দিতে হবে। কিন্তু এইসব বার্তার পরেও কোনও রকম পাত্তা দেননি রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি হামলার ঘোষণা করেন ইউক্রেনে। এখনই একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে পর পর বোমা পড়ছে ইউক্রেনের একাধিক প্রদেশে।