কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু আচমকাই গত ক’দিনে কিছুটা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল বঙ্গের কোভিড গ্রাফে। তবে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সংক্রমণ। তবে তা বেশি মাত্রায় নয়। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে।
আরও পড়ুন: DA-র বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের, ৩ শতাংশ হারে কারা পাবেন?
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৩২ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৪৯ জন আক্রান্ত। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। শহরে আক্রান্ত হয়েছে ৪৭ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় সংক্রামিত ২১ জন। বাকি অধিকাংশ জেলায় সংক্রমণ ২০-র নীচে রয়েছে যা মোটামুটি স্বস্তির ব্যাপার। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। মাঝে মৃত্যু একটু হলেও বেড়েছিল। আর সেটাই আলাদা করে চিন্তা বাড়িয়েছিল। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ০৬ হাজার ০১৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৫৪ জনের।
করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্ক হচ্ছে রাজ্য সরকার। আগেই স্বাস্থ্য দফতর জানিয়েছিল গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পদক্ষেপ নিতে রাজ্য সরকার আরও একাধিকবার বৈঠকে বসেছে। পরিস্থিতি যাতে কোনও ভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।