ধর্ষণের অভিযোগ উঠল ২ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে, মুখ খুললেন দিলীপ

ধর্ষণের অভিযোগ উঠল ২ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে, মুখ খুললেন দিলীপ

বনগাঁ: ২৩ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ২ বিএসএফ জওয়ান। উত্তর ২৪ পরগনার বাগদা থানার জিতপুর সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃতরা বিএসএফের ৬৮ নম্বর ব‌্যাটেলিয়নে কর্মরত। ইতিমধ্যেই ওই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ বলে খবর। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন এএসআই ও একজন কনস্টেবল। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মন্তব্য করেন, ‘কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে।’

আরও পড়ুন- এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল! নিয়োগ দুর্নীতিতে পদক্ষেপ

ঠিক কী হয়েছে? সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জিতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন এক মহিলা। তার সঙ্গে ছিল এক শিশুসন্তান। অভিযোগ, কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটকে দেয় ওখানে। তারপর পাশের পটল ক্ষেতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই দুজনে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি ওই শিশু সন্তানকে তারা ছুড়ে ফেলে দেয় বলেও জানা গিয়েছে। শুক্রবার বিকেলে ওই মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর গ্রেফতার করা হয় ওই দুই জওয়ানকে। বিষয়টি বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানান হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

এই বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। কিন্তু এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা ভয়ঙ্কর এবং কঠোরমূলক শাস্তি হওয়া উচিত। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এদিকে বিজেপি সরকারের বিরোধীরা বিএসএফ-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন তোলা হচ্ছে, রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে মানুষ সুরক্ষা পেতে কাদের কাছে যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =