কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল৷ কয়লা-কাণ্ডে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, দিল্লি থেকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি কর্তারা৷ একই সঙ্গে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও ডেকে পাঠিয়েছে ইডি৷
আগামী ২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ৫ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছে মেনকা গম্ভীরকে৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কয়লা-পাচার কাণ্ডে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে৷ সেই নির্দেশ মেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় ইডি-র দফতরে তলব করা হয়েছে৷ ১ সেপ্টেম্বর কলকাতায় দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে মিছিল রয়েছে৷ এর পরদিনই অভিষেককে হাজিরা দিতে হবে। তবে ৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে৷ কারণ মেনকা গান্ধীকে নিয়ে কোর্টের কোনও নির্দেশ নেই৷ বিদেশে মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে অর্থিক লেনদেনের সূত্র উঠে এসেছে, সেটাকে সামনে রেখেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি-র আধিকারিকরা৷
গতকাল মেয়ো রোডের সভা থেকে ইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘এই যে আজ আভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে, আমার মনে হচ্ছে কালই না ওঁকে আবার নোটিস ধরায়৷ ওঁকে তো নোটিস দিয়েইছে, ওঁর স্ত্রীকেও নোটিস ধরিয়েছে৷ এবার মনে হয় ওঁর ২ বছরেক বাচ্চাটাকেও নোটিশ ধরাবে৷’’
অন্য দিকে, প্রায় নিশ্চিত হয়ে অভিষেক বলেছিলেন, মঙ্গলবার ‘‘কিছু ঘটবেই।’’ তিনি বলেন, ‘‘২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন? কেন ২৩ জুলাই নয়? কেন ২৪ জুলাই নয়?’’ এর পর প্রায় নিশ্চিত ভাবে অভিষেক বলেন, ‘‘আপনারা লিখে রাখুন, চার-পাঁচ দিনের মধ্যে ওরা আবার কিছু একটা করবে।’’ উল্লেখ্য, এর আগেও কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>