বোলপুর: ফের বোলপুরে সিবিআই হানা৷ এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই মুন এলাকায় কেষ্টর ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত৷ অনুব্রতর একাধিক কাজের দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের উপর৷ অনুব্রতের বাড়িতেও ছিল তাঁর অবিরাম আনাগোনা৷ এই বছরই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বিশ্বজ্যোতি।
আরও পড়ুন- তাঁর মন্তব্যে বিড়ম্বনায় দল, মমতা চাইলে পদত্যাগ করতে তৈরি, বললেন সাংসদ জহর
অন্য দিকে, তৃণমূল কাউন্সিলরের বাড়ির পাশাপাশি অনুব্রতের আরও এক ঘনিষ্ঠ সুদীপ রায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই। যদিও তাঁর পরিচয় এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। জানা গিয়েছে, তিনি বোলপুর পুরসভার কর্মী। তালিকা আরও দীর্ঘ৷ এদিন অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও হানা দেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত আরও বেশ কয়েকজনের বাড়িতেও যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর মধ্যে রয়েছেন সুজিত দে নামে এক ব্যবসায়ীর নামও।
গতকাল, অর্থাৎ মঙ্গলবারই আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত-কন্যা সহ তাঁর ঘনিষ্ঠ ও আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রতর কাছে ওই সব সম্পত্তির উৎস জানতে চান সিবিআই আধিকারিকরা। কিন্তু, তিনি সহযোগিতা করেননি বলেই দাবি৷ পাশাপাশি ওই সংশোধনাগারেই বন্দি কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ এর ঠিক পর দিনই ফের বোলপুরে ‘অভিযান’-এ নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>