কলকাতা: শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের তালে ধুনুচি নাচে একমাস আগেই পুজো শুরু হয়ে গেল বাংলায়। বাংলার দুর্গাপুজোকে ‘আবহমান ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাদের ধন্যবাদ জানিয়েই বৃহস্পতিবার শোভাযাত্রার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে, কলকাতার রাস্তায় বর্ণাঢ্য পদযাত্রায় হাজারো মানুষের সঙ্গে অংশ নেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। যা নিয়ে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷
আরও পড়ুন- ১ লক্ষ মহিলায় প্রায় ৪২ জন! গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা
মমতার শোভাযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “কোনও কাজের কথা বলবেন না। সরকারি টাকায় খালি ফূর্তি করুন। পুজো, ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। ধার দেনা করে শুধু আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। ঠিক বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভোলাতে এটাই ওঁর রাজনৈতিক কৌশল।”
এখানেই থেমে থাকেননি দিলীপ৷ মমতার পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান নিয়েও আক্রমণ শানান তিনি। দিলীপের কথায়, “সম্পত্তির ওপর বুলডোজার চালানোর কথা উঠছে। উনি একবার চালিয়ে দেখান না। ওঁর উপর আঙুল উঠছে কেন? ওঁর আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা লুঠ করে বসে রয়েছে৷ সবাই কামিয়ে নিয়েছে। এদিকে সাধারণ মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে ধরে লোক পেটাচ্ছে। এমনটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক যখন প্রশ্ন করে, কী উত্তর দেব আমরা?”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>