কলকাতা: নন্দীগ্রাম ভোটগণনায় কারচুপি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারির৷ এই মামলা রাজ্যে থেকে অন্যত্র সরানোর আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা৷ তাঁর সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে কলকাতা হাই কোর্টে নন্দীগ্রামের ভোটগণনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানির ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
আরও পড়ুন-পচা গরম কাটিয়ে বৃষ্টি স্বস্তি আনবে? যা বলছে হাওয়া অফিস
নন্দীগ্রামে ভোট গণনা মামলা কলকাতা হাই কোর্ট থেকে অন্যত্র সরানোর আবেদন জানিয়ে জুলাই মাসে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, কলকাতা হাই কোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার হবে না। তাই দেশের অন্য যে কোনও হাই কোর্টে এই মামলা স্থানান্তর করা হোক৷ কিন্তু বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চ শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দেয়৷ এদিন সুপ্রিম কোর্ট জানায়, কলকাতা হাই কোর্ট থেকে এই মামলা অন্যত্র স্থানান্তরিত করা হলে হাই কোর্টের প্রতি মানুষের আস্থা কমবে।
২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মর্মে কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশনও দাখিল করেন তৃণমূল প্রার্থী মমতা। তাঁর মূল অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>