কলকাতা: শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যা নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিরোধীরা৷ দুর্নীতির জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে মানিক ভট্টাচার্যকে৷ চলছে তদন্ত৷ এই পরিস্থিতিতে শিক্ষা দফতরে নিয়োগ নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দিলেন, নিয়োগ কমিটির অনুমতি ছাড়া স্থায়ী বা অস্থায়ী কোনও ক্ষেত্রেই নিয়োগ করা যাবে না৷
আরও পড়ুন- শিক্ষক-শিক্ষিকা পদে বিপুল সংখ্যক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বলছেন বিরোধীরা?
নবান্ন সূত্রে খবর, শুধু শিক্ষা দফতর নয়, এদিন পর্যালোচনা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সমস্ত নিয়োগের ক্ষেত্রে একই নির্দেশ দিয়েছেন। তবে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির নিয়ে সবথেকে বেশি অভিযোগ উঠেছে৷ এদিন তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিশেষ করে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়েছেন, যে কোনও নিয়োগের ক্ষেত্রে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে৷
পঞ্চায়েত নির্বাচনের আগে বুধবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী ও পদস্থ আধিকারিকরা। সেখানেই শিক্ষামন্ত্রীকে সতর্ক করেন মমতা। তবে এর আগে নিয়োগ কমিটির সুপারিশ ছাড়া বহু পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এমনকী, সুপারিশ কমিটির সদস্যদেরও গ্রেফতার করা হয়েছে। তাই এবার স্থায়ী বা অস্থায়ী যে কোনও নিয়োগের ক্ষেত্রেই আর কোনও ফাঁক রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভূমি থেকে রাজস্ব বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>