কলকাতা: বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ আসানসোলের পাশাপাশি তল্লাশি চালানো হয় তাঁর কলকাতার বাড়িতেও৷ প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ দীর্ঘ জেরা পর্বের পর হাসিমুখে বাড়ি থেকে বেরোলেন রাজ্যের আইনমন্ত্রী৷ গাড়িতে ওঠার সময় হাত নাড়তে নাড়তে সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘‘বিচারাধীন বিষয়। কোনও মন্তব্য করব না।’’
আরও পড়ুন- ‘নিয়োগ কমিটির অনুমতি ছাড়া নিয়োগ নয়’, চাকরি নিয়ে শিক্ষামন্ত্রীকে কড়া নির্দেশ মমতার
বুধবার সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের ডালহৌসির সরকারি বাসভবনে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার আগেই অবশ্য আসানসোল এবং কলকাতায় মলয়ের আরও পাঁচটি বাড়িতে তল্লাশি অভিযানে নেমে পড়েছিলেন সিবিআই কর্তারা৷ তল্লাশি চালানো হয় আলিপুর এলাকায় মলয়ের এক ঘনিষ্ঠের বাড়িতেও। পরে ডালহৌসি চত্বরে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সাড়ে আট ঘণ্টা পর বিকেল চারটে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তঁরা। প্রায় একই সময়ে আসানসোলে মলয়ের পৈতৃক থেকেও বেরন সিবিআই আধিকারিকরা।
মলয়ের ভাই অভিজিৎ ঘটক বলেন, ‘‘সিবিআই-এর কাছে কোনও সার্চ ওয়ারেন্ট ছিল না। আমি নিজে আইনজীবী। আমার বাবা-দাদু-দাদা সকলেই আইনজীবী৷ তাই আইনের বিষয়টা আমরা ভালমতোই বুঝি। মধ্যবিত্ত সচ্ছল পরিবারে যতটুকু সম্পত্তি থাকে, ততটুকুই রয়েছে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>