‘কত ধানে কত চাল, আপনাকে দেখাব লোডশেডিংবাবু’, শুভেন্দুকে একহাত অভিষেকের

‘কত ধানে কত চাল, আপনাকে দেখাব লোডশেডিংবাবু’, শুভেন্দুকে একহাত অভিষেকের

95fce8a45089503f29cc7294b235fc7c

কলকাতা: শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে জেলার নেতা-কর্মীদের বার্তা দিতে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করে তৃণমূল কংগ্রেস। মঞ্চ থেকে একযোগে বাম-বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- ‘হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি’, মমতা-অভিষেকের সামনেই আক্রমণাত্মক কল্যাণ

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে অভিষেক বলেন, ‘এই দলে কোনও লবি নেই। এখানে একটাই লবি, মমতার লবি। আগামী পঞ্চায়েত নির্বাচনে ওদের ল্যাজে গোবরে করতে হবে। দেখুন, পেট্রল–ডিজেলের দাম কোথায়? এদের জবাব দিন। মমতার উপরে কত না আক্রমণ হয়েছে। নন্দীগ্রামের ভোট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এবার সেই মামলা এসেছে কলকাতা হাই কোর্টে। কত ধানে কত চাল, তা আপনাকে দেখাব লোডশেডিং বাবু। আপনি কি ভাবেন? কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে রাজনীতি করবেন?’’ এখানেই থামেননি অভিষেক৷ তিনি আরও বলেন, ‘‘ আমি সেদিন অমিত শাহকে বলেছি উনি ভারতের সবচেয়ে বড় পাপ্পু। তার চারটে কারণ রয়েছে। উনি কেন্দ্রীয় মন্ত্রিসভার একমাত্র অপদার্থ মন্ত্রী। দেখুন নয়াদিল্লির অপরাধের পরিসংখ্যান এবং বাংলার পরিসংখ্যান।’ 

উল্লেখ্য, ২১-এর বিধানসভায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী৷ ভোট গণনার সময় নন্দীগ্রামে লোডশডিং হয়ে যায়। তার আগে ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী। কিন্তু এর পরেই আলো নিভে যায়৷ আলো আসার পর  ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারী জয়ী। সেই ঘটনার রেশ টেনেই শুভেন্দুকে এদিন লোডশেডিংবাবু বলে খোঁচা দেন অভিষেক৷