গরু পাচার মামলায় তৎপরতা তুঙ্গে! এনামুলের ভাগ্নের রঘুনাথগঞ্জের চালকলে হানা CID

গরু পাচার মামলায় তৎপরতা তুঙ্গে! এনামুলের ভাগ্নের রঘুনাথগঞ্জের চালকলে হানা CID

bc74b9fcb36b4c80392e57189ae23952

কলকাতা: গরু পাচার মামলায় আরও তৎপর সিআইডি৷ শুক্রবার মুর্শিদাবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি চালকলে হানা দিল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। সূত্রের খবর, তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই চালকলটির মালিক গরু পাচার মামলার মূলচক্রী এনামুল হকের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে৷ 

শুক্রবার জেএইচএম রাইসমিলে তল্লাশি অভিযানের নেতৃত্ব দেন সিআইডির ডিএসপি। সিআইডি-র সঙ্গে আভিযানে নেমেছে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও। ওই চালকলের সঙ্গে গরু পাচারের ‘নেটওয়ার্ক’-এর যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সিআইডি।

গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এর পর থেকে তদন্তে তৎপর হয়েছে রাজ্য সিআইডিও। এদিকে, আজ সকালে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয় গরু পাচার কাণ্ডে ধৃত জেনারুল শেখকে। যিনি এনামুল-ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ এর পরেই জঙ্গিপুরের উদ্দেশে রওনা দেন সিআইডি’র তদন্তকারী অফিসাররা৷