পুরুলিয়া: কিছুদিন আগে সিবিআই তদন্ত নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেই নিয়ে বিতর্ক হয়েছিল, খোদ নিজের দল তাঁকে সাবধান করে। এবার সিআইডি’র তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নিশানা করলেন রাজ্যের শাসক দলকেও। তাঁর মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল নেতৃত্বও। পুরুলিয়া জেলা সফরে গিয়ে চা-চক্রে সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ
দিলীপের কথায়, শাসক দলের দুর্নীতি ও অন্য অবৈধ কাজ চাপা দেওয়ার চেষ্টা করে চলেছে সিআইডি। তৃণমূল নেতাদের বাঁচানোই তাদের মূল লক্ষ্য। দিলীপের খোঁচা, ইডি এবং সিবিআই মিলে তৃণমূলের সব টাকা বের করে নিচ্ছে, তাই সিআইডি দিয়ে কিছু টাকা বাঁচানোর চেষ্টা করছে তারা। এছাড়াও ব্যবসায়ীদের সঙ্গে সেটিং করে, লেনদেন করে শাসক দলের সুবিধা করে দেওয়ার কাজ করছে সিআইডি। দিলীপের এই মন্তব্যের চরম বিরোধিতা করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। দাবি করা হয়েছে, সিআইডি যথেষ্ট তৎপর হয়েই কাজ করছে। সত্য উদ্ঘাটনই তাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাগুইআটি কাণ্ডের তদন্ত করছে সিআইডি। সেই ঘটনা নিয়েও রাজ্য সরকারের প্রতি অভিযোগ কিছু কম নয়।
এদিকে আজই নিহত ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাইয়ের ওপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। তাই নিয়েও বিজেপি সাংসদ রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য, শুক্রবার রাতে বাড়িতে ঢুকে সলমনের ওপর হামলা চালানো হয়েছে। মাথার পিছন দিক থেকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়। তার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই তাঁর স্ত্রী চিৎকার করে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আপাতত উলুবেরিয়া মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সলমন।