কলকাতা: শহরজুড়ে চলছে ইডি-র হানা৷ গার্ডেনরিচে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ওই ব্যবসায়ীর নাম নিসার খান৷ শনিবার সকালে নিসারের দোতলা বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ সূত্রের খবর, তাঁর খাটের তলা থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়া ৫০০ টাকার অসংখ্য নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে ২০০০ টাকার নোটের বান্ডিলও। এই বিপুল টাকার অঙ্ক জানতে যন্ত্রও আনা হবে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, গার্ডেনরিচ থেকে টাকা উদ্ধারের কথা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি ইডি।
আরও পড়ুন- ফের শহরজুড়ে ইডি হানা, একাধিক জায়গায় তল্লাশি অভিযান
সূত্রের খবর, নিসারের বাড়ি থেকে উদ্ধার তাড়া তাড়া নোটের বান্ডিল প্রথমে বাজেয়াপ্ত কার হবে৷ তার পর তা গোনার জন্য ব্যাঙ্কের আধিকারিকদের সাহায্য নেবেন ইডি আধিকারিকেরা। টাকার হিদশ মিলতেই গার্ডেনরিচে ওই ব্যবসায়ীর বাড়িতে ফোর্স চেয়ে পাঠায় ইডি। শনিবার দুপুর নাগাদ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে নিসারের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়।
শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে অভিযানে নামেন ইডি-র আধিকারিকরা৷ সাড়ে ৮টা নাগাদ কলকাতার চার জায়গায় একযোগে তল্লাশি অভিযান হয়। পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিট, নিউটাউন, মোমিনপুরে বন্দর সংলগ্ন এলাকার পাশাপাশি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তল্লাশি শুরুর ঘণ্টা তিনেক পর গার্ডেনরিচে ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০০ ও ২০০০ টাকার এক গুচ্ছ নোটের বান্ডিল উদ্ধার হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>