কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ হাই কোর্টে

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ হাই কোর্টে

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন৷ সেই সিদ্ধান্ত  খারিজ করল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।  মামলার শুনানির পর রায় দান স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার রায় ঘোষণা করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ  জানায়,  সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুনরায় নিয়োগের জন্য নবান্ন যে এক তরফা সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করা হল।

আরও পড়ুন- শুভেন্দু-লকেটকে ভ্যানে তুলল পুলিশ, সাঁতরাগাছি যাওয়ার আগেই আটক রাহুলও

২০২১ সালের অগাস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। ওই বছর ২৭ অগাস্ট সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ সেই সময়ে অবশ্য তদানীন্তন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় এই নিয়োগে অনুমতি দেয়নি। রাজভবনের সিলমোহর ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করা হয়েছিল৷ 

কলকাতা হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত যে জনস্বার্থ মামলা দায়ে করা হয়েছিল, তাতে বলা হয়, এই নিয়োগ বেআইনি। রাজভবনের অনুমতি ছাড়া এভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার অর্থ সাংবিধানিক পদ, প্রতিষ্ঠানকে অস্বীকার করা। মামলাকারীর তাঁর পিটিশনে জানায়,  একটি গনতান্ত্রিক দেশের রাজ্য সরকার যদি সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করে, রাজ্যপাল তথা রাজভবনকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় পছন্দের লোক বসায় তাহলে সংকট অনিবার্য।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =