ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মীরা, কাঁদানে গ্যাস পুলিশের! সুকান্তের মিছিলে উত্তেজনা

ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মীরা, কাঁদানে গ্যাস পুলিশের! সুকান্তের মিছিলে উত্তেজনা

6f2ad4b254e6de9d8ddf6c7223029f74

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানের মিছিল ঘিরে সকাল থেকেই একের পর এক উত্তেজনার খবর সামনে আসছে। সাঁতরাগাছি চত্বরে এমনিতেই উত্তেজনা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে। এবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল নিয়ে উত্তেজনা ছড়াল। তাঁর নেতৃত্বে হাওড়া ময়দানে বিজেপির মিছিলে উত্তেজনা। সাঁতরাগাছির পর ধুন্ধুমার হাওড়া ময়দানে। পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার পুলিশের।

আরও পড়ুন- বিজেপি’র নবান্ন অভিযানের বিরোধিতায় এবার মামলা দায়ের হাই কোর্টে

সাঁতরাগাছি সকাল থেকে উত্তেজনাময়। শুভেন্দু অধিকারী আটক হওয়ার পর তাঁকে ছাড়াই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল শুরু হতেই বাধাপ্রাপ্ত হয় তারা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা। তবে ইট ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। পরিস্থিতি সামাল দিতে সেখানেও জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। আসলে যা হোক করে, নবান্ন অভিযান সফল করতে মরিয়া রাজ্য বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই তাদের কাছে একটা বড় পরীক্ষার মতো। কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দাবি করছে যে বিজেপি এই মিছিল বা অভিযান ব্যর্থ হয়েছে। তাদের সঙ্গে লোক নেই। ভিড়ের বেশির ভাগ পুলিশ এবং সংবাদমাধ্যমের লোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *