নিম্নচাপের ধাক্কায় বুধেও বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়

নিম্নচাপের ধাক্কায় বুধেও বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়

66c411214289159589a8fd1bcd765a5c

কলকাতা: নিম্নচাপ কেটেও যেন কাটছে না৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই চলে গিয়েছে নিম্নচাপের অক্ষরেখা৷ আর তার জেরেই বুধবারও ভিজবে দক্ষিণবঙ্গ৷ বাঙালির মনে তাই একটাই প্রশ্ন, পুজোর বাজার ভেস্তে দেবে না তো বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারও ভারী বৃষ্টি হবে কলকাতায়। বজ্র বিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- মাঝে কমলেও এদিন ফের সংক্রমণে বৃদ্ধি, বঙ্গে মৃত্যু কমল

যদিও হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ কাটতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকেই মেঘ সরতে শুরু করবে৷ দেখা দিতে পারে সূর্যের মুখ। নিম্নচাপ কাটলেও নিম্নচাপের অক্ষরেখা ছত্তীসগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা চলে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে৷ ফলে বুধবারও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে শহর কলকাতায়। 

মহানগরীর পাশাপাশি বুধবার বৃষ্টি হবে দক্ষিণেবঙ্গের প্রায় সব জেলাতেই৷ বিশেষ করে দক্ষিণের চার জেলা উত্তর ২৪পরগনা, দক্ষিণ ২৪পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে৷  বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৪ শতাংশ৷ 

এদিকে, আগামী সপ্তাহে ফের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে চলেছে নিম্নচাপ। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার জানাচ্ছে, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ওড়িশা উপকূল দিয়ে এই নিম্নচাপটি ঢুকে পড়বে ভূভাগে৷