কলকাতা: বিজেপি’র নবান্ন অভিযানে পুলিশকে নিশানা৷ লালবাজারের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মহাত্মা গান্ধী রোডের কাছে তাঁকে ঘিরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হাত ভেঙে গিয়েছে বলে খবর। শুধু তাই নয়, বিজেপি’র ডাকা নবান্ন অভিযানে অন্তত ৩০ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর৷ দেবজিৎ চট্টোপাধ্যায় সহ আহত পুলিশ কর্মীদের আজ বিকেলে হাসপাতালে দেখতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবারই বিজেপির এই অভিযানের নিন্দা করে টুইট করেছিলেন অভিষেক। বিজেপিকে প্রত্যাখ্যানের ডাক দেন তিনি।
আরও পড়ুন- নিম্নচাপের ধাক্কায় বুধেও বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়
এদিকে পুলিশকে মারধর ও গাড়িতে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। আজই তাঁদের আদালতে তোলা হবে। মঙ্গলবার বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে আহত হন প্রায় ৩০ জন পুলিশকর্মী। পাশাপাশি মহাত্মা গান্ধী রোডে পুলিশের পিসিআর গাড়িতে ভাঙচুর চালায় জনা বারো বিজেপি কর্মী। আতঙ্কে পুলিশকর্মীরা দূরে সরে গেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তিনজন। সেন্ট্রাল অ্যাঙভিনিউয়ে একটি পুলিশের কিয়স্কও ভাঙচুর করা হয়। অভিযান শেষ হতেই সক্রিয় লালবাজারের অ্যান্টি রাউডি স্কোয়াড। কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয় তল্লাশি অভিযান৷ বেলেঘাটা, শিয়ালদা, ইস্ট্রার্ন মেট্রপলিটন বাইপাস থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>