কলকাতা: বুধের আকাশেও সাত সকালে আঁধার৷ একদিকে চলছে পুজোর তোড়জোড়, অন্যদিকে, আকাশের মুখ গোমরা৷ গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে৷ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তাঁর অভিমুখ ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে থাকলেও এর প্রভাব রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উপর৷ এবং এর ফলে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে৷ কোথাও আবার বিক্ষিপ্ত৷ আজ সারাদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে৷ ফলে পুজোর বাজার মাটি হতে চলেছে৷
আরও পড়ুন- BJP-র অভিযানে আহত এসিপি-কে দেখতে SSKM যাচ্ছেন অভিষেক! পুলিশের উপর হামলায় ধৃত চার
পাড়ায় পাড়ায় যেমন প্যান্ডেল তৈরির কাজ চলছে, তেমনই দোকান বাজারে ভিড়৷ কিন্তু সব কিছু পন্ড করেছে নিম্নচাপ৷ সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের হাত থেকে রেহাই মিললেও এখনও বৃষ্টির হাত থেকে নিস্তার মিলবে না৷ কারণ, বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার জানাচ্ছে, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে আরও একটি ঘূর্ণাবর্ত। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ওড়িশা উপকূল দিয়ে এই নিম্নচাপটি ঢুকে পড়বে ভূভাগে৷ ফলে ফের বৃষ্টি হবে রাজ্যে৷
এদিকে, আজ উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগণা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় জারি রয়েছে কমলা সতর্কতা৷ কলকাতায় জারি করা হয় হলুদ সতর্কতা। হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও ছিল হলুদ সতর্কতা৷
পুজোর আগে রাজ্যের একটা বড় অংশের উপর দফায় দফায় বৃষ্টিতে চিন্তায় বঙ্গবাসী৷ তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে মেঘ সরতে শুরু করবে৷ দেখা দিতে পারে সূর্যের মুখ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>