লালবাজারে খোশমেজাজে গল্প, চা-ড্রিঙ্কস খেলেন শুভেন্দু-লকেট! ছবি দেখালেন কুণাল

লালবাজারে খোশমেজাজে গল্প, চা-ড্রিঙ্কস খেলেন শুভেন্দু-লকেট! ছবি দেখালেন কুণাল

কলকাতা: নবান্ন অভিযান তথনও সেইভাবে শুরু হয়নি। সাঁতরাগাছি থেকে আটক হয়ে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। যদিও তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ পরে সাংবাদিক বৈঠক করে খোঁচা দিয়েছিলেন যে, এটি গ্রেফতারি নয়। শুভেন্দু নিজে নিজেই পুলিশ ভ্যানে উঠে গিয়েছে। বিরোধী দলনেতাকে কাপুরুষ, আলুভাতে বলতেই রাখঢাক করেননি তিনি। এবার বিস্ফোরক দাবি করলেন কুণাল। আটক হওয়ার পর লালবাজারে শুভেন্দুরা ঠিক কী করছিলেন তার ‘প্রমাণ’ দিলেন। একাধিক ছবি তিনি পোস্ট করেছেন।

আরও পড়ুন: নবান্ন অভিযান মামলা: রাজ্যের কাছে রিপোর্ট তলব, শুনানি শেষে রায়দান স্থগিত

কুণাল ঘোষ যে সমস্ত ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, খোশ মেজাজে বসে গল্প করছেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়রা। চা খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, একে অপরের সঙ্গে হাসি মুখে আলাপ-আলোচনা করছেন। তাঁদের আশেপাশেও অনেক বিজেপি নেতা-কর্মীরা বসে। এইসব ছবি দিয়েই কুণাল টুইট করে লিখেছেন, ”এর পরেও ওদের মুখে পুলিশের সমালোচনা সাজে? শুরুতে নিজেই হেঁটে হেঁটে বিনা বাধায় পুলিশের গাড়িতে উঠে গ্রেপ্তার। তারপর লালবাজারে হাসি, আড্ডা, ফেস বুক লাইভ, এমনকি চা-ও। যত ডায়লগ ময়দানের বাইরে, মিডিয়ার সামনে। এরা বিরোধী দল? সেই ডেডিকেশন কোথায়? কর্মীদের বোকা বানিয়ে কাগুজে নেতা।”

মঙ্গলবারই তাঁদের গ্রেফতার হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা। শুভেন্দুকে নিশানা করে কুণালের বক্তব্য ছিল, যতগুলি ক্যামেরা তাঁর দিকে তাক করা ছিল, তত মিনিটও তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দম দেখাতে পারেননি। এটা বিরোধী দলনেতা? প্রশ্ন করেন কুণাল। তাঁর আরও সংযোজন ছিল, কেমন বিরোধী দলনেতা যে হাঁটতে হাঁটতে চলে গেল। পুলিশের গাড়িতে একা একা হেঁটে চলে গেল! এই কথা বলে রীতিমত বিস্ময় প্রকাশ করেন তৃণমূল মুখপাত্র। ছবিঃ কুণাল ঘোষ টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =