নিয়োগের দাবিতে বামেদের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, ব্যরিকেড ভাঙলেন মীনাক্ষীরা

নিয়োগের দাবিতে বামেদের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, ব্যরিকেড ভাঙলেন মীনাক্ষীরা

কলকাতা: এসএফআই-এর মিছিল ঘিরে ধুন্ধুমার-কাণ্ড ধর্মতলায়৷ নিয়োগের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কলকাতা পুরসভা অভিযানে নামে এসএফআই-সহ একাধিক বাম ছাত্র যুব সংগঠন৷ পুলিশের ব্যারিকেড ভেঙে পুরসভার দিকে এগোতে শুরু করেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব। পুলিশ তাঁদের বাধা দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়৷ 

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ED-র পর এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে CBI

২৯ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগ, পুরসভার প্রতিটি স্কুল চালু সহ গুচ্ছ দাবিতে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে এসএফআই, ডিওয়াইএফআই-সহ বাম ছাত্র যুবদের একাধিক সংগঠন। তাঁদের মিছিল নিউ মার্কেট থানা এলাকায় পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের পথ আটকানোর চেষ্টা করে। কিন্তু, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে শুরু হয়  ধস্তাধস্তি৷ 

মিছিলে পুলিশের বাধা দেওয়া নিয়ে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ গুন্ডাতে পরিণত হয়েছে। পুলিশের জনতার রক্ষক নয়, ভক্ষকের ভূমিকা পালন করছে। আমাদের দাবি, দ্রুত নিয়োগের। আমরা চেয়েছিলাম স্মারকলিপি জমা দিতে। কিন্তু পুলিশ আমাদের কর্পোরেশনে গিয়ে স্মারকলিপি জমা দিতে দিল না।’’ 

এক বাম নেত্রী বলেন, ‘গত তিন চারবছর ধরে আমরা বলছি, পুরসভায় ২৯ হাজার শূন্য পদ রয়েছে। এই শূন্যপদগুলিতে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগের দাবি জানাচ্ছি। যত বেনিয়ম হয়েছে সকলের বিরুদ্ধে চার্জশিট জমা করতে হবে। যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেকের শাস্তি চাই।’