বিধানসভায় স্লোগান, প্ল্যাকার্ডে বিক্ষোভ নয়, নিয়ম পড়ে শোনালেন বিমান বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় স্লোগান, প্ল্যাকার্ডে বিক্ষোভ নয়, নিয়ম পড়ে শোনালেন বিমান বন্দ্যোপাধ্যায়

5628aeda81c2b3981cc4ead4bdeff977

কলকাতা: গত সপ্তাহে বিধানসভার কক্ষে শাসক এবং বিরোধী পক্ষের বিধায়করা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তার তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিধানসভার নিয়ম কানুন সকলের জন্য এক। সেদিন শাসক এবং বিরোধী দলের বিধায়করা সেই নিয়ম লঙ্ঘন করেছেন। এদিন তিনি সাফ জানান, এবার থেকে কোনও পক্ষই বিধানসভায় অন্দরে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে পারবেন না৷ দেওয়া যাবে না স্লোগান৷ বিধানসভা চলাকালীন এই সংক্রান্ত নিয়মাবলীও পড়ে শোনান তিনি৷ 

আরও পড়ুন-SSC নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি! চার্জশিটে জানাল ED

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিজেপি’র নবান্ন অভিযানের রেশ গিয়ে পড়ে বিধানসভায়৷ শাসক এবং বিরোধী দলের বিধায়কদের স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা৷ বিজেপি বিধায়করা ওয়াক আউট করার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিধায়করাও মিছিল করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। তাঁরাও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। এর আগেই ওই ঘটনার নিন্দা করেছিলেন অধ্যক্ষ। এদিন ফের নিন্দা করলেন তিনি। এই সংক্রান্ত বিধানসভার যে নিয়ম তাও বিধায়কদের পড়ে শোনান অধ্যক্ষ। প্রয়োজনে তিনি কঠোর হতে পারেন বলেও জানান৷ এ বিষয়ে শাসকদলের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলেও মন্তব্য তাঁর৷