কলকাতা: আমতার ছাত্রনেতা আনিস খান, মইদুল ইসলাম মিদ্দা, মুদীপ্ত গুপ্তর মৃত্যু থেকে শুরু করে কলকাতার পথে লাগাতার আন্দোলন চালানো চাকরিপ্রার্থীদের প্রাপ্য চাকরি দেওয়া, বেকারত্ব সহ— একাধিক সমস্যার বিহিত চেয়ে মঙ্গলবার দুপুর থেকে ধর্মতলায় শুরু হয়েছে বামেদের ‘ইনসাফ সভা’৷ বাম ছাত্র যুব সংগঠনের দু’টি শাখা এসএফআই এবং ডিওয়াইএফআই এই সভার ডাক দেয়। যদিও মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সভা করার অনুমতি দেয়নি পুলিশ৷
আরও পড়ুন-একে অন্যকে দুষে দায় চাপানোর কৌশল! পার্থ-সুবীরেশদের মুখোমুখি বসাতে উদ্যোগী CBI
শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে দুটি মিছিল আসতে শুরু করেছে ধর্মতলা চত্বরে৷ বিভিন্ন জেলা থেকে আসছেন সমর্থকরা৷ ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করেছে ওয়াই চ্যানেলে। বৃষ্টি উপেক্ষা করেই মিছিল এগিয়ে চলে মিছিল৷ দক্ষিণ ২৪ পরগনা থেকে ভাঙা হাত নিয়েই এক মহিলা মিছিলে সামিল হয়েছেন৷ তিনি বলেন, ‘আমি এই পার্টিকে ভালবাসি। এই পার্টির জন্য জীবন দিতে চাই। রক্ত দিতে চাই। রাস্তা দিয়ে যদি চলার অল্প ক্ষমতাও থাকে আমি আসব।’
সভা শুরুর আগেই মীনাক্ষী বলেন, ‘‘ইনসাফ আমরা সাধারণ মানুষের জন্য গোটা সিস্টেমের থেকে চাইছি। কাজ, কারখানা, শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ৷ সে জন্যই তো সাধারণ ছাত্র যুবরা রাস্তায় দিনের পর দিন বসে থাকছে৷ যে কারণে আনিস, সুদীপ্ত, মইদুল, বিদ্যুৎদেরকে খুন হয়ে যেতে হচ্ছে। এর তো একটা বিহিত চাই, প্রতিকার চাই।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>