কলকাতা: ২০১৪ সালের প্রাথমিক টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মানছে না পর্ষদ! এমনই অভিযোগ তোলা হল সম্প্রতি। অভিযোগ তুলে ফের একবার পর্ষদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে মামলাকারী। আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মামলাকারীর আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বেঞ্চ বলে জানা গিয়েছে।
ঠিক কী অভিযোগ? জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৪ সালের প্রাথমিক টেটের নথি খতিয়ে দেখতে দিচ্ছে না পর্ষদ। বলা হয়েছে, ২০১৪ সালের প্রাথমিক টেটে ৪২ হাজার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রথমে সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য ও পর্ষদ। কিন্তু পরে মামলাটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করে মামলাকরীর আইনজীবীকে সমস্ত নথি খতিয়ে দেখতে ছাড়পত্র দিয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, সেই নথি ঠিক মত খতিয়ে দেখতে দিচ্ছে না পর্ষদ। তাই এই ইস্যুতে ফের একবার আদালতের কাছে যেতে বাধ্য হয়েছেন মামলাকারী।
ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ১৮৭ জন চাকরি প্রার্থী ডাক পেয়েছেন। চলতি মাসে তিন দফায় এই ১৮৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত শুক্রবার সেই প্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ।