কেন দেরী হল টালা সেতুর উদ্বোধনে? স্পষ্ট করলেন মমতা

কেন দেরী হল টালা সেতুর উদ্বোধনে? স্পষ্ট করলেন মমতা

কলকাতা: আড়াই বছরের অপেক্ষার বৃহস্পতিবার নবরূপে উদ্বোধন হয়েছে টালা সেতুর। নবনির্মিত টালা সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুনভাবে ব্রিজ উদ্বোধন করে তিনি জানান, এটা পুজোর আগের উপহার। কিন্তু এই ব্রিজ নতুন করে খুলতে এত দেরী কেন হল, সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রেশন দোকান থেকে মদ বিক্রির ছাড়পত্র দিক কেন্দ্র, আর্জি রেশন ডিলারদের

এদিন সেতু উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরনো সেতুটি ভাঙতে কিছুটা বেশি সময় নিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতিও একটি বড় কারণ এটি তৈরি হতে দেরী হওয়ায়। তবে তিনি এও জানান, সেতু ভাঙতে মাস চারেক সময় নেওয়ার পরেও সেতু পুনরায় নির্মাণের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ৫০৪ কোটি টাকা খরচ এই সেতুর পুনর্নির্মাণে। রেলকে ৯০ কোটি টাকা দিতে হয়েছে। এতদিন এই ব্রিজ বন্ধ থাকার কারণ বড় মাত্রায় ঝক্কি পোহাতে হচ্ছিল উত্তর কলকাতার অধিকাংশ মানুষকে। সেই চিন্তা দূর হল।

২০১৯ সালে পুজোর আগে ওই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দিয়ে সরকারি সংস্থা রাইটস জানায়, টালা সেতু ভেঙে নতুন নির্মাণ প্রয়োজন। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ‘হেমন্ত সেতু’ বা টালা ব্রিজ। দীর্ঘ প্রায় আড়াই বছর পর এই ব্রিজ নতুনভাবে পেল শহরবাসী। যদিও সরকারের তরফ থেকে জানান হয়েছে, বড় গাড়ি আপাতত চলবে না সেতুতে, ছোট গাড়ি চলবে। পুজোর পর যান চলাচল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =