কলকাতা: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ৷ শুক্রবারের দিন শুরু হয়েছে সোনা রোদ মেখে। তবে বেলা গড়ালেই পাল্টে যেতে পারে আকাশের রূপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে৷ পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷
আরও পড়ুন- ভুয়ো নিয়োগ খুঁজতে ত্রিপাক্ষিক বৈঠক, উঠে এল ১৩ হাজারের নামের তালিকা!
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটাই স্বস্তি মহালয়ার আগে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে শেষ লগ্নে পুজোর বাজার মাটি হওয়ার ভয় সেভাবে নেই৷ আবহাওয়ার এই রিপোর্টে অনেকটাই স্বস্তিতে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। কারণ পুজো প্রায় এসেই গিয়েছে। চলছে শেষ মুহূর্তের কাজ৷ এই পরিস্থিতিতে ভারী বৃষ্টি হলে সমস্যার সৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>