অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে রাঁধুনিকে তলব! ফের নোটিশ সুকন্যাকে

অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে রাঁধুনিকে তলব! ফের নোটিশ সুকন্যাকে

4d4dafe299d5b48763430f00a99ad27e

বোলপুর: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে মরিয়া সিবিআই। তথ্য তালাশে এবার ডেকে পাঠানো হল তাঁর রাঁধুনিকে। শুক্রবার বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো কেষ্টর বাড়ির রাঁধুনিকে৷ সূত্রের খবর, ওই রাঁধুনির অ্যাকাউন্ট থেকে বেশকিছু লেনদেন হয়েছে, যা খতিয়ে দেখতেই এই তলব। পাশাপাশি এ দিন সকালেই অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ফের নোটিস দেয় সিবিআই৷ 

আরও পড়ুন- মহালয়ার আগে ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি উত্তরে

গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই-এর নজরে রয়েছে সুকন্যার সম্পত্তি৷ সুকন্যা একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ কী ভাবে একজন শিক্ষিকা এত সম্পত্তির মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই সুকন্যা ও  তাঁর মায়ের নামে থাকা রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই। কেষ্ট-কন্যার নামে একাধিক জমি রয়েছে বলেও জানতে পেরেছেন আধিকারিকরা। সেই সব সম্পত্তির নথি চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যে বোলপুরে নিচুপট্টির বাড়িতে গিয়ে একদিন সুকন্যাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

পাশাপাশি, অনুব্রত ঘনিষ্ঠদেরও দফায় দফায় তলব করছে সিবিআই গোয়েন্দারা। শুক্রবার ডেকে পাঠানো হয় তাঁর রাধুনিকেও৷ তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পেও পৌঁছে যান৷ তাঁর কিছু আয়-ব্যায়ের বিষয়ে জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর।