কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তোলপাড় গোটা বাংলা৷ শুধু স্কুল সার্ভিসে নয়, দুর্নীতি হয়েছে প্রাথমিকের নিয়োগেও৷ সেই কেলেঙ্কারির তদন্তভারও রয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে। সূত্রের খবর, এই দুর্নীতির অভিযোগের মধ্যেই নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরেই বৈঠকে বসতে চলেছে অ্যাড-হক কমিটির বৈঠক৷
আরও পড়ুন-সুখবর! পুজোর পরেই ৫৫ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের স্কুলগুলিতে
শুক্রবার বিকেল ৫ টায় অ্যাড হক কমিটির বৈঠক ডাকা হয়েছে। আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে পর্ষদের অফিসে বসবে বৈঠক৷ উপস্থিত থাকবেন কমিটির সকল সদস্য। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের মধ্যেই পরবর্তী টেট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে প্রাইমারি বোর্ড। টেট নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। পরবর্তী টেট বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র গাইডলাইনেও প্রতি বছর টেট নেওয়ার কথা উল্লেখ রয়েছে৷ গত কয়েক বছর টেট পরীক্ষা হয়নি৷ ফলে রাজ্যে শূন্যপদের সংখ্যাও বেড়েছে। সুযোগের অপেক্ষায় রয়েছেন বহু প্রর্থী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>