কলকাতা: ১০০ ঘণ্টা পর আন্দোলন উঠে গিয়েছিল বলেই খবর এসেছিল। কিন্তু এই আন্দোলন তোলা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। কারণ কুড়মিদের মধ্যে এই আন্দোলন নিয়ে আড়াআড়ি বিভাজন দেখা গিয়েছে। এখনও তাদের একাংশ আন্দোলন করে চলেছে। পুরুলিয়া কুস্তাউড় এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ চলছে বিক্ষোভ। সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের পাল্টা হুঁশিয়ারি সেই ঘোষণা তারা মানেন না।
আরও পড়ুন- ৫৯০০০ প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে, নির্দেশ হাই কোর্টের
কুস্তাউড়, খেমাশুলিতে এখনও পর্যন্ত আন্দোলন চলছে এবং রাস্তা সহ রেল অবরোধ করে রাখা হয়েছে। রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আসছে ট্রাক, বড় গাড়ি। অন্যদিকে রেলও এক জায়গায় অবরুদ্ধ। ট্রাক চালকদের বক্তব্য, তারা প্রায় ৪-৫ দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে, খাবার শেষ হয়েছে, জিনিস নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখার কেউ নেই। তারা চাইছেন সমস্যার দ্রুত সমাধান হোক। যদিও কুড়মিদের যে অংশ আন্দোলন এখনও অব্যাহত রেখেছেন তারা কিছুতেই সেই বিক্ষোভ তুলতে চান না। কিন্তু সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে বলেছিলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। তাই এদিনই তারা উঠে যাবেন।