কলকাতা: শরতের রোদ ঝলমলে আকাশে সূচনা দেবীপক্ষের৷ কিন্তু পুজো পর্যন্ত এমন পরিষ্কার আকাশ থাকবে তো? এই প্রশ্নই এখন বাঙালির মনে৷ উদ্বেগ দূর করে এবার স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোর মুখে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ থাকবে রোদ ঝলমলে৷ হঠাৎ মেঘ জমে হালকা ঝিরঝিরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷
আরও পড়ুন- তর্পণ করে শুভেন্দু-দিলীপের ছবিতে মালা মদনের! যা বললেন শিশির অধিকারী
সোমবার সকালে আগামী পাঁচ দিনের ওয়েদার আপডেট জানিয়েছে হাওয়া অফিস। তাতে বলা হয়েছে, প্রতিপদ থেকে পঞ্চমী, অর্থাৎ বোধনের আগের দিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের ছয় জেলাতেও।
চলতি বছর বর্ষায় কার্যত বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ৷ তবে গত এক মাস ধরে নিম্নচাপের জেরে বেষ বৃষ্টি হয়েছে৷ গত সপ্তাহ পর্যন্ত চলেছে সেই বৃষ্টির রেশ। তবে সকলের একটাই প্রার্থনা পুজোর চারটে দিন যেন বৃষ্টি না হয়৷ সেই প্রার্থনা যেন স্বীকার করেছেন মা৷ দেবীপক্ষের শুরুতেই সুসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর। পুজোর চার দিন কী হবে, এখন থেকে বলা না গলেও, পঞ্চমী পর্যন্ত যে বৃষ্টি হবে না, তাতে স্বস্তিতে বঙ্গবাসী৷ ফলে এই পাঁচদিন পুজোর আমেজ উপভোগ করবে মানুষ। এখন থেকেই খুলে গিয়েছে বহু মণ্ডপ৷ আবহাওয়া দফতরের এই ঘোষণায় নিঃসন্দেহে স্বস্তিতে বঙ্গবাসী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>