কলকাতা: ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় ৬ টি প্রশ্ন ভুল ছিল৷ যাঁরা সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত। ওই প্রশ্নের ভিত্তিতে ৬ নম্বর পাওয়া ১৮৫ জন প্রার্থীকে আগেই চাকরির নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ভুল প্রশ্নে ৬ নম্বর পাওয়া এমন আরও ৫৪ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন তিনি। শূন্য পদ না থাকলে, পদ তৈরি করে চাকরি দিতে হবে বলে নির্দেশ বিচারপতির৷
আরও পড়ুন-পুজো আটকেছে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতার দাদা
২০১৪ সালে হওয়া টেট পরীক্ষায় যে ভুল প্রশ্ন ছিল, সেই বিষয়টি সামনে আসে ২০১৮ সালে। তা নিয়ে হাইকোর্টে মামলাও হয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আদালত একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেয়৷ সেই কমিটি তাদের রিপোর্টে জানায়, মোট ছটি প্রশ্ন ভুল ছিল। এর পরেই আদালত তার নির্দেশে জানায়, যে সকল প্রার্থী ওই ছটি প্রশ্ন কিংবা ওই ছটি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর লিখেছিলেন, তাঁদের সেই হিসেবে নম্বর দিতে হবে। এতে অনেকেরই ৬ নম্বর করে বেড়ে যায়। ৬ নম্বর পাওয়া এমন ১৮৫ জন প্রার্থীকে আগেই নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন তিনি৷
এর আগে প্রশ্ন ভুল মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে তীব্র ভর্ৎসনা করেছিল কলকাতা হাই কোর্ট৷ গত বছর সেপ্টেম্বর মাসে মানিককে আদালতে ডেকে এনে বিচারপতি বলেছিলেন, মামলাকারীরা আপনার সন্তানের মতো৷ আপনার অনেক টাকা থাকতেই পারে ,কিন্তু যাঁরা মামলা করেছেন তাঁরাও গত দু’বছর ধরে কলকাতা হাইকোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনার এই বিষয়ে নজর দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি তা করেননি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>