কলকাতা: সামনেই দুর্গাপুজো। অধিকাংশের পরিকল্পনা এখন থেকেই তৈরি যে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে। কোথায় কোথায় ঘোরা হবে। কিন্তু পুজোর সময় যারা শহর ঘুরে দেখতে চান তাদের কী? হ্যাঁ, তাদের জন্য এবার উপায় আছে। কারণ এবার ছাদ খোলা দোতলা বাসে চড়ে শহর ঘুরে দেখার সুযোগ থাকছে পুজোর মধ্যে। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম এই প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন- নবম থেকে দ্বাদশ ইস্যুতে কী বললেন এসএসসি চেয়ারম্যান?
সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্জ, ডেকার্স লেন হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত দুটি দোতলা বাস চালাবে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় এই বাসের উদ্বোধন করবেন মঙ্গলবার। পুজোতে এই বাস পরিষেবা থাকলেও পুজোর পরে দুটি দোতলা বাসকে শহরের পর্যটনে ব্যবহার করার বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানান হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া পরিবহন দফতরের সঙ্গে যৌথভাবে তিনটি এসি বাসে শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে খবর।
তাহলে এই বাসের টিকিটের ভাড়া কত হবে? জানা গিয়েছে, এই বাসে মাথাপিছু টিকিটের মূল্য ৫০ টাকা। আগামী ১০ অক্টোবর পর্যন্ত সোমবার বাদে প্রতিদিন সকাল ১১ টা ও ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বাস দুটি চলবে। অন্যদিকে, শহরের যানজট কমাতে কলকাতা বন্দর হুগলি নদীর নীচ দিয়ে কন্টেনার বোঝাই পণ্যবাহী গাড়ী চলাচলের জন্য একটি সুড়ঙ্গ পথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ছয় লেনের এই সুড়ঙ্গ পথ নির্মানের জন্য ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে বন্দর সূত্রে জানা গিয়েছে। খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত ৮০০ মিটার দীর্ঘ এই পথ নির্মাণ করতে ২ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান।