সারদার-কাণ্ডে তদন্ত করবে কাঁথি থানার পুলিশ, সিবিআই তদন্তের আবেদন খারিজ হাই কোর্টে

সারদার-কাণ্ডে তদন্ত করবে কাঁথি থানার পুলিশ, সিবিআই তদন্তের আবেদন খারিজ হাই কোর্টে

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: সারদা-কর্তা সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করার পর সারদা মামলায় পৃথক ভাবে তদন্ত শুরু করেছিল কাঁথি থানা৷ এর বিরুদ্ধে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন মামলাকারী৷ সেই মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের সাফ নির্দেশ, সারদা মামলার তদন্ত করবে রাজ্য পুলিশ৷ 

আরও পড়ুন- BREAKING: রাজ্য সরকারের দুয়ারে রেশন বেআইনি! জানিয়ে দিল হাই কোর্ট

আদালতের নির্দেশেই সারদা-কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে রাজ্য পুলিশ কেন যুক্ত হবে? তাই কাঁথি থানায় দায়ের হওয়া মামলাও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। আর্জি জানিয়েছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। কিন্তু এদিন আদালত জানায়, সিবিআই-এর পাশাপাশি রাজ্য পুলিশের তদন্ত করতে কোনও অসুবিধা নেই৷ 

সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি ঘিরে শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। ওই চিঠিতে সিবিআই-এর উদ্দেশে তিনি লিখেছিলেন, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, বিমান বসু তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। কয়েক মাস আগে ফের একটি চিঠি সামনে আসে। তাতে শুধু বিরোধী দলনেতা শুভেন্দুর কথাই উল্লেখ করা হয়েছিল। সুদীপ্ত সেন নিজে একবার আদালতে ঢোকার সময় বলেছিলেন, তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷