কলকাতা: দুর্গাপুজোর মধ্যে ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্য সরকারের ই-অফিস সার্ভার। এদিন টুইটারে রাজ্য সরকারি একটি সার্কুলার প্রকাশ করে এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। দেখা গিয়েছে, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে। আর এই বিজ্ঞপ্তি আসার পরেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দাবি করেছেন, দুর্নীতি ঢাকতে সরকারি সার্ভারে থাকা তথ্য মুছে দেওয়ার ছক করা হয়েছে। তাই সার্ভার বন্ধ রাখা হচ্ছে। বিজেপি বিধায়কের এই মন্তব্য ঘিরে এখন ব্যাপক শোরগোল।
আরও পড়ুন- হোটেলের ঘর থেকে উদ্ধার মডেলের ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘শুধু শান্তি চাই’, ঘনাচ্ছে রহস্য
অর্থমন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানান হয়েছে, উক্ত দিনগুলিতে সার্ভারে গুরুত্বপূর্ণ কিছু আপডেটের কাজ হবে। সেই কারণেই সেইসব দিনে সার্ভার বন্ধ রাখা হবে। কিন্তু বিজেপি বিধায়কের দাবি, এই বিজ্ঞপ্তি জারি করে আদতে রাজ্য সরকার তথা অর্থ দফতরের আধিকারিকরা সমস্ত গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের তথ্য মুছে ফেলতে পারেন। শুক্রবার সকালে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় টাকা নয় ছয়ের অভিযোগ এনেছিলেন শুভেন্দু। পরবর্তী সময়ে তাঁর এই অভিযোগে আবারও সরগরম রাজ্য রাজনীতি।
One tweet of mine & WB Govt is out of line !
A scared WB Govt, wary of covering their tracks, is desperate to destroy evidence. This circular, stating that the e-office server of the Finance Department of WB Govt will be down for 6 days is a mere excuse to wipe off evidence: pic.twitter.com/tUs9qE5h5T— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 30, 2022
কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে তা নয়ছয় করছে রাজ্য সরকার, এই অভিযোগ বহুদিন ধরেই করে আসছে বঙ্গ বিজেপি বাহিনী। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই ইস্যুতে চিঠিও লেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আবার এই ঘটনায় নজরদারিতে এনআইসি ও ভারত সরকারের দ্রুত একজন ওপরতলার আধিকারিক নিয়োগ করা উচিত বলে দাবি তুলেছেন তিনি।